বাগেরহাট ৩ আসনে প্রচারণায় ব্যস্ত বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-বাগেরহাট
প্রকাশিত: শনিবার ১লা জুলাই ২০২৩ ০৮:৩৫ অপরাহ্ন
বাগেরহাট ৩ আসনে প্রচারণায় ব্যস্ত বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী

আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-৩ ( রামপাল-মোংলা) আসনের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি বাগেরহাট জেলা আ'লীগের সহ-সভাপতি,মোংলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারদার। পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে আজ শনিবার (জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মটরগাড়ি শোভাযাত্রা করে রামপাল-মোংলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানান।এসময় রামপাল-মোংলার হাজারো নেতা কর্মী তার সাথে উপস্থিত ছিলেন।


শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।


তিনি আরও উল্লেখ করে বলেন, বাগেরহাট-৩ (রামপাল- মোংলা) আসনে আমি নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়ন তথা এই অঞ্চলের মানুষের পাশে থাকার সুযোগ করে দেন অর্থাৎ এই আসনে আমাকে নৌকা প্রতিক দেন তাহলে দারিদ্রপীড়িত এ এলাকাকে এগিয়ে নিয়ে যাবো।


বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা। তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।


ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা এবং জনসংযোগ করে যাচ্ছেন তিনি। গ্রাম থেকে গ্রামে এখন মানুষের আলোচনায় ওঠে এসেছেন এই আওয়ামীলীগ নেতা। মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।