নওগাঁয় তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: রবিবার ২রা এপ্রিল ২০২৩ ০৭:১৮ অপরাহ্ন
নওগাঁয় তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

নওগাঁর ধামইরহাটে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


রোববার (২ এপ্রলি) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।


সহকারী পরিচালক রুবেল আহমেদ জানান, প্রতিদিনই আমরা বিভিন্ন এলাকায় বাজার তদারকির জন্য অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় দুপুরে আমাইতাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পণ্যেও মোড়ক ব্যবহার না করায় সৃজনশিল সুপার শপকে ৫ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রনের দায়ে সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা এবং অবৈধভাবে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রির অপরাধে বিসমিল্লাহ মা মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।