কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে পঞ্চাশ হাত লম্বা দু'টি ঘর পুড়ে গেছে। এতে একব্যক্তি দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ছড়ার পাড়) গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে বাবলু মিয়ার এল আকারের প্রায় পঞ্চাশ হাত লম্বা ঘরে আগুন লেগে ঘরটি পুড়ে যায়। সে আগুনে তার ছোট ভাই রাসেল মিয়ার একই রকমের আরেকটি ঘর পুড়ে যায়।
রাসেল মিয়া বলেন, আগুনে আমাদের প্রায় ৫০ মণ ধান, নগদ দেড় লাখ টাকা সহ ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে। বড় ভাইয়ের দুই হাত ও কাঁধ আগুনে পুড়ে গেছে। এছাড়া আগুনে ছয়টি গরু দগ্ধ হয়েছে। যার মধ্যে দু'টি মারা গেছে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রাজু মিয়া বলেন, বাবলু মিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, আগুনে পুড়ে বাবলু মিয়া ও তার ভাইয়ের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।