ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল তিন বাড়ি

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ৫ই মার্চ ২০২৩ ০৬:০৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল তিন বাড়ি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের হরিরহাট এলাকায় আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরে জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। 


স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নসিম উদ্দিন তার গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ছেলেকে খুঁজতে বাড়ির বাইরে যান। এসময় বাড়িতে কেউ ছিলনা। তিনি ফিরে এসে দেখতে পান আগুনে বাড়ি পুড়ে যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নসিম উদ্দিনের বাড়ি সহ তার দুই ভাই কছিম উদ্দিন ও আমজাদ উদ্দিনের বাড়ি পুড়ে যায়। 


এতে প্রায় ৫০ মণ ধান ও নগদ ৮০হাজার টাকা সহ তিনটি বাড়ীর যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আগুনে প্রতিটি পরিবারের আনুমানিক পাঁচ থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছেন।