চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৬ই মার্চ ২০২৩ ০৪:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়েকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।সোমবার (৬ মার্চ) দুপুরে দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। অন্য আসামি পলাতক।


দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ুন কবির ও মাহবুব আলম।আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) রবিউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামিরা কুমারপাড়ার নাসিরুদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ও তার মেয়ে নিলাকে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।


মামলা চলাকালীন এক আসামির মৃত্যু হয়। বাকি পাঁচ আসামির মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেন আদালত।