পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে "শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা" এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা চৈতি, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাহিদা হক, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।