নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে খাবার নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে বরের বাবা নুরু মিয়া (৫০) অসুস্থ হয়ে মারা যান। খাওয়া দাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ১১ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ড বগুলাগাড়ি এরশাদের বাজার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, জলঢাকা পৌরসভার ৫ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে জান্নাতুলের সাথে ১৯ ফেব্রুয়ারি আলোচনার মাধ্যমে রংপুর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা নুরু মিয়ার ছেলে জোনাব আলীর সাথে বিয়ে রেজিস্ট্রি হয়। বিয়ে বিদায়ের দিন শুক্রবার কনের বাড়িতে বর পক্ষের ১০০ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই শত অতিথি আসায় আপ্যায়নের কমতি হওয়ায় দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে বরের বাবা নুরু মিয়া অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে কনের পিতা আনোয়ারুল ইসলাম ও বাবলুকে আটক করে।
এ ঘটনায় বর জোনাব আলী বাদী হয়ে জলঢাকা থানায় কয়েকজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সজল বলেন, প্রাথমিকভাবে জড়িত থাকা সন্দেহে ওই ২ জনকে আটক করা হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পোস্ট মর্টাম রিপোর্ট আসলে এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।