নওগাঁর মহাদেবপুরে অগ্নিকান্ডে চারটি গরুসহ চারটি বাড়ী পুরে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিন হোসেনপুর গ্রামে অগ্নিকান্ডের এঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ্যদের ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
দক্ষিন হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজার রহমান বলেন,সকালের খাবার খেয়ে তিনি ধানের কাজে মাঠে যান। হঠাৎ করেই দুপুরের দিকে গ্রামে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। এসময় গ্রামের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করে। এরই মধ্যে আগুনে তার বাড়ীতে থাকা চারটি গরু,নগদ প্রায় ৫০হাজার টাকা ও আসবাবপত্রসহ ঘড়-বাড়ী ভস্মিভূত হয়ে যায়। গরু চারটির অনুমানিক মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা হবে জানা তিনি। এছাড়া প্রতিবেশি লায়েব আলী,সখিনা বিবি ও সৈয়দ আলীর বাড়ী ও পুরে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষতিগ্রস্থ্য প্রত্যেক পরিবারকে তাৎক্ষনিক নগদ ৫হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা ছয়ফুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন ধরতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান বলেন,আগুনে চারটি পরিবারের সব কিছু পুরে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ্যদের তাৎক্ষনিকভাবে প্রত্যেককে ৫হাজার টাকা এবং কিছু কম্বল দেয়া হয়েছে। এছাড়া ঘর মেরামত করতে টিনের জন্য ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহায়তা করা হবে বলে জানান তিনি।
মহাদেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন সম্ভবত বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়া কেউ কোন লিখিত অভিযোগ করলে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।