রমজানের পবিত্রতা রক্ষার্থে হিজলায় ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: শনিবার ১লা মার্চ ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ন
রমজানের পবিত্রতা রক্ষার্থে হিজলায় ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

হিজলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন মাহে রমজানকে স্বাগত ও রমজানের পবিত্রতা রক্ষার্থে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার(০১ মার্চ) সকাল ১১টায় হিজলা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন। 


এসময় ফাউন্ডেশনের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন গাজী, মডেল কেয়ারটেকার হেমায়েত উদ্দিন, সাধারণ কেয়ারটেকার মেহেদী হাসান সহ ফাউন্ডেশন সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


আলোচনা সভার শেষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।