নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির উদ্যোগে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০ ডিসেম্বর দুপুর ২ টায় ১৪ বিজিবি ব্যাটালিয়নে বীর মুক্তিযোদ্ধাগণ, ধামইরহাট-পত্নীতলা-সাপাহারসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেক কেটে বিজিবি দিবসের উদ্বোধন করেন ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি।
পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী ২ জনকে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধনা উপহার নগদ অর্থ পেয়ে আবেগে আপ্লুত হোন বীর মুক্তিযোদ্ধা জনৈক পুলিশ সদস্য।
অনুষ্ঠানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, পত্নীতলা ইউএনও রুমানা আফরোজ, ওসি পলাশ চন্দ্র দেব, সাহাপার থানার ওসি হুমায়ন আহমেদ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক গোল্ডেন চৌধুরী, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক হাফিজুল ইসলাম, সাপাহার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল আখতার, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সম্পাদক মাসুদ রানা, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।