সন্তানদের থামাতে ফাঁসির অভিনয় করতে গিয়ে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ ০৬:৪৩ অপরাহ্ন
সন্তানদের থামাতে ফাঁসির অভিনয় করতে গিয়ে মায়ের মৃত্যু

লক্ষ্মীপুরে সন্তানদের দুষ্টুমি থামাতে গিয়ে রেহানা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।


ওই গৃহবধূর স্বামী নাছির উদ্দিন একজন ব্যাংক কর্মচারী। স্বামী ও তিন সন্তানকে নিয়ে তারা ওই বাসায় ভাড়া থাকতেন।


গৃহবধূর মেয়ে জান্নাতুন নাঈম জানান, তার মা রেহানা বেগম তাদের সঙ্গে দুষ্টুমির ছলে গলায় ওড়না পেঁচায়। এ সময় তাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা দুষ্টুমি করলে মা মরে যাবো। ’ এই বলে তিনি জানালার গ্রিলের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে নেন। এ সময় অসাবধানতাবশত খাট থেকে পা পিছলে পড়ে যান। পরে মায়ের মুখে রক্ত দেখে তার বাবাকে ফোনে বিষয়টি জানায়। পরে বাবা নাছির উদ্দিন বাসায় গিয়ে দেখেন রেহানার গলায় ফাঁস লেগে ঝুলে আছে।


নাছির উদ্দিন বলেন, ‘মেয়ের ফোন পেয়ে দ্রুত বাসায় এসে দেখি রেহানা ঝুলে আছে। পরে তাকে খাটে নামিয়ে স্থানীয় এক চিকিৎসক ডাকলে। তিনি রেহানাকে মৃত ঘোষণা করেন। ’


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘নিহত নারী নিজেই গলায় ফাঁস দিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ’