প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ২:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সৈয়দ মোখশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, যাত্রীবাহী অটোরিকশা বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার পাঁচজন নিহত হন।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।