নওগাঁর মান্দায় মুনছুর আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় গোয়ালমান্দা এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুনছুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বুদুর ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলাবর রাত ৯টার দিকে কোন এক ব্যক্তি মুনছুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। বুধবার সকালে বাড়ি থেকে কয়েকশ দুরে একটি ইউক্যালিপটাস বাগানে এলাকাবাসী তার মরদেহ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজীউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।