নওগাঁয় ট্রাকের চাপায় খোরশেদ আলম (৫৫) নামে এক ব্যাটারি চালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রানীনগর সড়কের পিরোজপুর গ্রামে গেঞ্জির মিল নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করেছে। নিহত খোরশেদ আলম সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে দোগাছী হঠাৎপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর থেকে একটি ট্রাক নওগাঁ শহরের দিকে আসছিল। অপরদিকে ব্যাটারি চালিত ভ্যান রানীগরের দিকে যাওয়ার পথে নওগাঁ-রানীনগর সড়কের পিরোজপুর গ্রামে গেঞ্জির মিল নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক খোরশেদ আলম রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলে শহরের বাইপাসে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দূর্ঘটনার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।