ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: সোমবার ৩১শে অক্টোবর ২০২২ ০৪:০০ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোছাব্বের হোসেন নামের দুই বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকালে উপজেলার  পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটি পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের রুবেল হোসেন তরফদারের ছেলে।


স্থানীয়রা জানান, সোমবার শিশুটির মা সকালের নাস্তা বানাতে গেলে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। সকাল নয়টার দিকে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা পান পরিবারের সদস্যরা। পরে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।