স্বেচ্ছাসেবক দলের মিছিলে লাঠিপেটা–ফাঁকা গুলি, পুলিশসহ আহত ১২

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ২৬শে অক্টোবর ২০২২ ০৭:৪৬ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক দলের মিছিলে লাঠিপেটা–ফাঁকা গুলি, পুলিশসহ আহত ১২

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দমিছিলে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, সড়কে মিছিল করায় যানজট সৃষ্টি হলে নেতা-কর্মীদের সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়েছে।


 নগরের কাজীর দেউড়ি এলাকায় আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুলিশ ধাওয়া দিয়ে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারসহ পাঁচজনকে আটক করে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান বলেন, সম্প্রতি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়। সদস্যসচিব জমির উদ্দিনের নেতৃত্বে একটি আনন্দমিছিল আজ বিকেলে কাজীর দেউড়ি অতিক্রম করে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। তখন পুলিশ বাধা দেয়, লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে ১০-১২টি ফাঁকা গুলি ছোড়ে।


মতিউর রহমান আরও বলেন, পুলিশ মিছিল থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, পটিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মুরাদসহ ৮-১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় জমির উদ্দিনসহ সাতজন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সড়ক দখল করে আনন্দমিছিল করায় যানজটের সৃষ্টি হয় কাজীর দেউড়ি এলাকায়। তখন পুলিশ মিছিলকারীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।


ওসি আরও বলেন, ইটপাটকেলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান, সাদ্দাম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জালালসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।