কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এ শ্লোগান নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সারম্ভপূর্ণ আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
হাতীবান্ধা অফিসার ইনচার্জ শাহা আলমের সভাপতিত্বে আজ ২৯ অক্টোবর শনিবার হাতীবান্ধা পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ থানা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর সভাপতি নুুরুজ্জামান আহমেদ ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ,কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরল আমিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।