দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে রেললাইনের ওপর ভারত থেকে আমদানিকৃত একটি পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে পড়ায় ভারতের জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেনকে প্রায় ১৭ মিনিট আটকে থাকতে হয়। আর এতে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেলো ট্রেনের যাত্রীরা।
রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টারদিকে হিলি চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।
স্টেশন মাস্টার তপন কুমার বলেন, ভারতের জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ডাউন ট্রেনটি বিকেল ৪ টা ২৫ মিনিটে উত্তরের স্টেশন বিরামপুর থেকে ছেড়ে আসে। এ সময় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, আমরা ৪ টা ৩৩ মিনিটে ১ নম্বর সিগন্যাল ডাউনের কাছে গিয়ে বিজিবি সদস্যকে সাথে নিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামাই। ৪ টা ৪৭ মিনিটে ট্রাকটি সচল হলে রেললাইন পার হয়ে যায়। এরপর ৪ টা ৫০ মিনিটে মিতালী এক্সপ্রেস হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায়। এতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ১৭ মিনিট দেরি হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রী ও ট্রাকটি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।