মেহগনি বাগান থেকে পৌর কাউন্সিলর ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: বুধবার ২৮শে সেপ্টেম্বর ২০২২ ০৪:০০ অপরাহ্ন
মেহগনি বাগান থেকে পৌর কাউন্সিলর ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় পৌর কাউন্সিলর ও তার সহযোগী এবং দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেফতার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী মো. হৃদয় মীরকে (২২)।


মো. তাজুল ইসলাম পাংশা পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং হৃদয় মীর পৌরসভার নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে। পৌর কাউন্সিলর মো. তাজুল ইসলাম ওরফে তাইজেল স্থানীয় ‘তাইজেল’ বাহিনীর প্রধান বলে পরিচিত।বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রেস বিফিং করে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সুপার বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের দুইজনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজুল ইসলামের নামে পাংশা থানায় পূর্বের ৩টি অস্ত্রসহ মোট ৮টি এবং হৃদয় মীরের বিরুদ্ধে একই থানায় পূর্বের ৩টি বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


তিনি আরো বলেন, তারা পাংশা, কালুখালী এলাকায় চাঁদাবাজি করে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে তারা প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। আরো বলেন, রাজবাড়ীতে যতবড় সন্ত্রাস থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।গ্রেফতারকৃতদের আসামীদের অস্ত্র আইনে মামলা দায়েরের পর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।