মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত বাসের নিচে মাথা দিয়ে অজ্ঞাত এক নারী (৫০) আত্মহত্যা করেছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই নারী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাঘুরি করছিলেন। সে চলন্ত বাস, ট্রাকের নিচে মাথা দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাকে নিবৃত করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে সুযোগ বুঝে একটি চলন্ত বাসের নিচে মাথা পেতে দেই ওই অজ্ঞাত নারী ফলে মুহূর্তের মধ্যেই বাসের চাকায় স্পৃষ্ট হয়ে যায় তার মাথা ও মুখমণ্ডল।
নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই নারীর মরদেহ শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।