মাদারীপুর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৬ই আগস্ট ২০২২ ০৬:০১ অপরাহ্ন
মাদারীপুর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা

মাদারীপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার  সকালে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়,  কমিটির সভাপতি ও বাংলাদেশের আওয়ামীলিগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম পি  সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, 


সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুন, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান,পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,  সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাইনুদ্দিন, জেলা সিভিল সার্জন ডা.মুনির আহমদ খান, গনপুর্ত নির্বাহী অফিসার কামরুল ইসলাম প্রমুখ।


সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি  পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ আগত রোগিদের সেবার মান নিশিচত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকি  বাড়াতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এবং মাদারীপুরে একটি মেডিকেল কলেজ  ও ৫শত শয্যা হাসপাতালে করা হবে এবং একটি আঞ্চলিক নার্সিং ট্রেনিং  ইনস্টিটিউট করা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।