সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে রোববার দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন।
জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান ও আবু নাসের মো. রহমতুল্লাহ, জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টু প্রমুখ।
বক্তারা বলেন, জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে লোডশেডিংয়ে ভুগছে দেশের জনগণ। অথচ সরকার সেদিকে লক্ষ্য না করে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা বিদেশে পাচার করছে। জনগণের শান্তির কথা ভুলে নিজেদের ক্ষমতা দখলে ব্যস্ত রয়েছে এই অবৈধ সরকার। তাই অবিলম্বে জ্বালানি খাতে ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় ক্ষমতা ছেড়ে দিন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।