গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: রবিবার ১৪ই আগস্ট ২০২২ ০৭:৩০ অপরাহ্ন
গাংনীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেলে সফেদা খাতুন (৫৩) নামের এক গৃহবধুর। রবিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সফেদা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।


রায়পুর ইউনিয়ন পরিষদেরো সদস্য আজাদ হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ১০ টায় সফেদা খাতুন তার বাবার বাড়ি মেহেরপুর সদর উপজেলার মদনা গ্রামে যাওয়ার জন্য গোপালনগর বাজারে আসেন। এরপর রাস্তা পার হওয়ার সময় রায়পুর এলাকা থেকে গাংনী গামী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মারাত্বক আহত হয়। আহতবস্থায় প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।