বাউফলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত-১৫

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: সোমবার ১২ই সেপ্টেম্বর ২০২২ ০৭:০২ অপরাহ্ন
বাউফলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ আহত-১৫

বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি  ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় এবার দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে  মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে ২নং ওয়ার্ডের তাঁতেরকাঠি গ্রামে ওই ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


সূত্র জানায়, গত রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁতেরকাঠী গ্রামের মজিবর হাওলাার নামের আপেল মার্কার প্রার্থীর এক সমর্থক একই বাড়ির ফুটবল মার্কার কর্মী সাহিদা বেগমের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এর জের ধরে আজ সোমবার তর্কবির্তকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 


সংঘর্ষের সময় উভয় পক্ষই লাঠিসোটা এবং দেশীয় অস্ত্রসস্ত্র ব্যাবহার করেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 


গুরুতর আহত ফুটবল মার্কার সমর্থক ফিরোজ (৪০), মিনারা বেগম (৪০), আনোয়ারা বেগম (১৮), ইদ্রিস হাওলাদার (১৮), সাহিদা বেগম (২৬) এবং আপেল মার্কার সমর্থক মজিবর হাওলাদার (৪০), রুনু বেগম (৫০), লিপি বেগম (২৫), বাদশা মীর (৪৫) ও জুঁথিকে (১৫) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 


ধর্ষণ চেষ্টার বিষয়টি অস্বীকার করে মজিবর হাওলাদার বলেন, ফুটবল ও আপেল মার্কার সমর্থন নিয়ে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটেছে। 


বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি।