নওগাঁর রাণীনগরে জমির পানিতে ( ডোবায় ) পড়ে ১০মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ( ২৮আগষ্ট ) দুপুর ২টার দিকে উপজেলার মালশন গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম আমেনা খাতুন। সে মালশন গ্রামের (হঠ্যাৎ পাড়ার) মুক্তার হোসেনের মেয়ে।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিশুটির চাচাতো বোন মোহনা শিশুটিকে নিয়ে তাদের বাড়ির সামনে উঠানে খেলা করছিল। খেলার এক সময় মোহনা শিশুটিকে রেখে বাড়ির ভিতরে কিছুক্ষনের জন্য চলে যায়। এসময় শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির পার্শ্বে ডোবায় পড়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটিকে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। ততক্ষনে শিশুটি মারা যায়।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালশন গ্রামে একটি শিশু পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। শিশুটির পরিবার পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।