নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আপন কুমার মন্ডল(১২) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় এক ঘন্টা পর মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মরদেহ উদ্ধার করেছে। আপন মন্ডল উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের পলাশ কুমার মন্ডলের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। আপন শীবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আপনসহ কয়েকজন প্রাইভেট পড়া শেষ করে শীবগঞ্জ স্কুল মাঠে ফুটবল খেলে। এরপর খেলা শেষে আত্রাই নদীর শীবগঞ্জ ঘাটে বন্ধুরা মিলে গোসল করতে নামে। আত্রাই নদীর ওপর শীবগঞ্জ ঘাটে ব্রীজ নির্মাণের কাজ হচ্ছে। নির্মাণ কাজের বাঁশ নিয়ে নদীতে বাঁশ ধরে তারা গোসল করছিল। এক সময় আপন ভুলবসত বাঁশ ছেড়ে দিলে নিখোঁজ হয়ে যায়। এসময় তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজের ১ঘন্টা পর সকাল সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় আপনকে উদ্ধার করা হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে খোঁজাখুজি করা হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় নিখোঁজের স্থান থেকে দক্ষিণে প্রায় ২০০ ফুট দুরে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে শিবগঞ্জের ঘাটে আসে নিহত আপন কুমার মন্ডল। প্রাইভেট পড়া শেষে বন্ধুদের সাথে ফুটবল একটি মাঠে ফুটবল খেলাধুলা করেন। খেলাধুলা শেষে তারা সবাই মিলে আত্রাই নদীতে গোসলে করতে যায়। এসময় আপন মন্ডল নদীতে পড়ে গেলে স্রোতের কারনে নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।