আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে জনগণের অংশ গ্রহণে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান।
ইউপি সচিব সেরাজুর রহমান ও ডিজিটাল সেন্টার কর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, বিউটি কবির, আরতি সরকার, ইউপি সদস্য আঃ কাদের গাজী, নজরুল ইসলাম, আঃ কাদের সানা, বছির আহমেদ টুকু, উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আঃ রশিদ সরদার, বিশ্বনাথ সরকার ও ওয়ার্ল্ড ভিশনের সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনিছুর রহমান ও গীতা পাঠ করেন বৃষ্টি দাশ। অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরের ২৯ লক্ষ ৫৬ হাজার ৫০ টাকার রাজস্ব বাজেট ও ৯১ লক্ষ ১০ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়। একই সাথে ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।