নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উপজেলা আ’লীগের আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে সাহেবগঞ্জ দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ব্যানার ফেস্টুন নিয়ে র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় বাজনার তালে ও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলার রাস্তাঘাট।
পরে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন সহসভাপতি গোলাম মোস্তফা বাদল, এবাদুর রহমান প্রামানিক, যুগ্ন সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুবলীগ সভাপতি হাফিজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, সম্পাদক হুমায়ন কবির সোহাগ, মহিলা লীগ সভাপতি মমতাজ বেগম, শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, সম্পাদক সরদার সোয়েব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, ভারপ্রাপ্ত সম্পাদক সুইট দত্তসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।