আশাশুনিতে মৎস্য ঘেরের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মাড়িয়ালা হাই স্কুলের সামনের বিলে মোফাজ্জেল হোসেনের মৎস্য ঘেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘেরের পাশের প্রায় ৭০০ ফুট দূরে জনৈক হামিদ গাইনের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বৈদ্যুতিক মটরে পানি ঊঠিয়ে মাছের হ্যাচারিতে ব্যবহার করা হতো। ঘটনার সময় ঘেরের মুহরি বৈকরঝুটি গ্রামের গফুর সরদারের ছেলে শামীম (৩৭) গোসল শেষে তার লুঙ্গি ঘেরের বাসার সামনে তারে শুকাতে দিচ্ছিলেন।
বিদ্যুৎ লাইনের সাথে তাদের ব্যবহৃত তারে বিদ্যুৎযুক্ত হয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে ছটফট করলে ঘেরের কর্মচারী আঃ ছাত্তারের ভায়রা শ্রীকলস গ্রামের ওজিয়ার গাজীর ছেলে আলম (২৬) তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দু’জনেই ঘটনাস্থলে ইস্তেকাল করেন।
খবর পেয়ে আশাশুনি থেকে ফায়ার ব্রিগেট ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।
আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ দু'টির সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।