রাজশাহীর নিখোঁজ চার স্কুলছাত্রীকে রাজধানীর সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।নিখোঁজের তিন দিন পর শুক্রবার (২৯ জুলাই) সকালে তাদের উদ্ধার করা হয়।সবাই রাজশাহী নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।তাদের মধ্যে একজন পঞ্চম, অপর তিনজন সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রী।
গত ২৬ জুলাই স্কুলে যাওয়ার কথা বলে ওই শিক্ষার্থীরা নিখোঁজ হন। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেন নিখোঁজ এক ছাত্রীর বাবা।নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক জানান, ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় তার মেয়েকে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্কুলছাত্রী ও আটক নারীকে রাজশাহীতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।