মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রেতার দশ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ২০শে জুলাই ২০২২ ০৪:৪৩ অপরাহ্ন
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রেতার দশ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামারের সিফাত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের “বাজার অভিযান” পরিচালনাকারী দল।


বুধবার দুপুরে ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে “বাজার অভিযান” পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় সিফাত ট্রেডার্সের মালিক বজলুর রশীদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভূরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এসময় উপস্থিত ছিলেন।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোস্তাফিজুর রহমান বলেন,‘জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।'