ইলিশের দামে জেলেদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ২রা মে ২০২২ ১০:১৭ পূর্বাহ্ন
ইলিশের দামে জেলেদের মুখে হাসি

বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়ছে ইলিশ। চাহিদা থাকায় মিলছে ভালো দাম। ঈদে উপকূলে ফেরার আগে বেশি মাছ পেয়ে দারুণ খুশি কক্সবাজারের জেলেরা।



কক্সবাজার বাঁকখালী নদীর মোহনায় চলছে মহা-ব্যস্ততা। ঈদের কারণে সাগর থেকে একে একে ফিরছে মাছ ধরার ট্রলার। নদীর মাঝে নোঙর করা ট্রলার থেকে ছোট নৌকায় নামানো হচ্ছে ইলিশ। এই ইলিশ নিয়ে অবতরণ কেন্দ্রের ঘাটে ভিড়ছে নৌকা।


 

নৌকা ঘাটে ভিড়তেই শুরু হয় দাম নিয়ে হাঁকডাক। বিক্রির পর ঝুঁকি নিয়ে ইলিশ নিয়ে রাখা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনে। ঈদে ইলিশের ভালো দাম পেয়ে মহা খুশি জেলেরা।

 

কয়েকদিন আগেও ইলিশের আকার অনুযায়ী দাম ছিল ৩শ থেকে ৬শ টাকা। ঈদের আগ মুহূর্তে প্রতিটি ইলিশের দাম বেড়েছে ১০০ থেকে দেড়শ টাকা। মৎস্য ব্যবসায়ীরা জানালেন, চাহিদা থাকায় বাড়তি দাম পাচ্ছেন তারা।

 

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের মার্কেটিং অফিসার সিদ্দিকুর রহমান জানান, একসঙ্গে অনেক ট্রলার অবতরণ কেন্দ্রে আসায় বেড়েছে ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ। তাই রাজস্ব আয়ও বেড়েছে।

 

কক্সবাজারে লক্ষাধিক জেলে থাকলেও এখনো পর্যন্ত নিবন্ধনের আওতায় এসেছেন ৬৩ হাজারের মতো।