ঘরেফেরা মানুষের নির্বিগ্ন পৌছাতে দৌলতদিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে এপ্রিল ২০২২ ১২:০৫ অপরাহ্ন
ঘরেফেরা মানুষের নির্বিগ্ন পৌছাতে দৌলতদিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্টিত

“মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাট এলাকায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।


গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশে এ রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন,


গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাইনউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল।


উক্ত সমাবেশে জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ঈদে ঘরেফেরা মানুষের নির্বিগে পৌছাতে তিনি সকলের সহায়তা কামনা করেন। দালাল, ছিনতাইকারী, অজ্ঞান পার্টিসহ সকল দূষকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন এবং ঘাট এলাকায় যে কোন অপকর্ম কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ঘাট এলাকায় আমাদের পর্যাপ্ত পুলিশ প্রশাসনের সদস্য মোতায়েন থাকবে। এমনকি সাদা পোশাকধারী সদস্যরাও চারিদিকে সজাগ দৃষ্টিতে থাকবে।


উক্ত আলোচনা শেষে জেলা পুলিশের পক্ষ হতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নিজে ট্রাক, যাত্রীবাহী বাসসহ পরিবহন শ্রমিকদের মাঝে ১২শত  প্যাকেট ইফতার বিতরণ করেন।