‘মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মাহাফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী,
শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, যুবউন্নয়ন অফিসার উমিরুল ইসলাম, উপজেলা নির্র্বাচন অফিসার হাসিব বিন শাহাব, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিলমাড়ীয় ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, আড়বাব ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমানও কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনসারুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।