আশাশুনিতে সমন্বিত সবজী ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ০১:৪১ অপরাহ্ন
আশাশুনিতে সমন্বিত সবজী ও মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

আশাশুনিতে বসতবাড়িতে সমন্বিত সবজী ও মাছ চাষ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন মহিলা অংশ নেন।


প্রশিক্ষণ প্রদান করছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উত্তরণ সেন্ট্রাল ম্যানেজার সেলিম আহমেদ, আশাশুনি কেন্দ্রের এফ এফ সমীর বাছাড়। অনুষ্ঠানে সবজি ও মাছের সমন্বিত চাষের পদ্ধতি, পোকা-মাকড় ও রোগ প্রতিরোধের উপায়, সার ও উপকরণ ব্যবহারের নিয়ম, বিষমুক্ত চাষাবাদ ও উৎপাদিত ফসলের বাজারজাতকরণ ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।