দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর বৃন্দ শপথ গ্রহণ করেছেন। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরদেরকে শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
এসময় ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদে টানা তৃতীয় বারের মত শপথ নিলেন মেয়র আবদুস সাত্তার মিলন। এছাড়াও ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রাহাত আহম্মেদ, ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবদুস সোবাহান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রেজোয়ান মিয়া, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আনোয়ার হোসেন আতোয়ার, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাহিদ পারভেজ, ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মেহেদুল হক, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নজরুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আবদুল কাদের মিয়া শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রাহেনা পারভীন, ২নং ওয়ার্ডে মজিদা বেগম এবং ৩নং ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা শপথ গ্রহণ করেছেন।উল্লেখ গত ২ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ জন জয়লাভ করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।