দিনাজপুরের হিলিতে বেসরকারী উন্নয়ন সংস্হা ‘বন্ধন’ এর ১২তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ছাতনী চারমাথা মোড়ে শাখা অফিসটির শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন।
এউপলক্ষে বন্ধনের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপস্হিত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন ও বন্ধনের পরিচালক (প্রশাসন) বিপ্লব চৌধুরী, পৌর কাউন্সিলর ফারুক হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং ছাতনী অফিসের শাখা ব্যবস্হাপক আশরাফুল আলম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।