ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২১শে নভেম্বর ২০২১ ১০:১৭ পূর্বাহ্ন
ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ নিহত ২

চাঁদপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ নিহত হয়েছেন দুজন। এ সময় আহত হয়েছেন আরও একজন।শনিবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া সীমানার খাজুরিয়া বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত অটোরিকশাচালক সোহেল হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের ও যাত্রী গোকুল সরকার উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা।


জানা যায়, রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাকটি ও শাহরাস্তিগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ দুজন নিহত হন।কচুয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।