টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় করোনা সংক্রমণ রোধকল্পে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মহি উদ্দিন আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।