‘বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় বীমা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১ লা মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদরের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিকেল ৩ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, স্হানীয় প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বাংলাহিলি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় বীমা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা প্রতিযোগিতায় বিজয়ী মোট ছয় জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।