নববর্ষের প্রথম দিনে লোকারণ্য কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ১লা জানুয়ারী ২০২২ ০৫:১৩ অপরাহ্ন
নববর্ষের প্রথম দিনে লোকারণ্য কক্সবাজার

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। উপকূলে ফণা তুলে আছড়ে পড়ছে ঢেউ। প্রকৃতিও বলে দিচ্ছে নতুন বছরের আগমন।


খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকের উপচেপড়া ভিড়। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর সাগর তীর। দুঃখ-কষ্ট ভুলে নতুন করে শুরুর আশা সবার। আর পর্যটন খাত চাঙা থাকার প্রত্যাশা ব্যবসায়ীদের।


বছরের প্রথম দিনে সমুদ্রের নোনাপানিতে ভাসতে চান অনেকেই। সৈকতের নোনাজলে তাই পর্যটকের উপচেপড়া ভিড়। তাদের প্রত্যাশা, সাফল্যময় হবে আগামী।


এদিকে, ফটোগ্রাফার, ওয়াটার বাইক চালক ও হকাররাও ব্যস্ত। প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা হওয়ায় খুশি তারাও।


পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন অর্ধ-শতাধিক লাইফ গার্ডকর্মী। আর সৈকত এবং পর্যটন স্পটে নিয়োজিত রয়েছেন ২০৮ জন ট্যুরিস্ট পুলিশ।