সরাইলে প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ৫ই ডিসেম্বর ২০২১ ১০:০২ অপরাহ্ন
সরাইলে প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সরাইল উপজেলা  নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।


সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.মো.নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.ইসমত আলী,উপজেলা ডিপুটি কমান্ডার মো.আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আ: ছালাম, সমবায় কর্মকর্তা মওদুদ আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নাজিম খাঁন,


প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন, সরাইল ফায়ার সার্ভিস এর সুবল চন্দ্র দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যথাযথ যোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । রাষ্ট্রের নির্দেশনা মেনে সকল সরকারি,বেসরকারি ,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছ।