নওগাঁয় ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবী

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ২৯শে ডিসেম্বর ২০২১ ০৮:১০ অপরাহ্ন
নওগাঁয় ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবী

নওগাঁয় চতুর্থ ধাপে অনুষ্ঠিত মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউপি নির্বাচনে রসুলপুর ভোটকেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে ওই কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ৪নং ওয়ার্ডবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত এলাকা রসুলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাঁচ শতাধিক নারী ও পুরুষ ভোটাররা অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আশরাফ আলীর নেতৃত্বে আদিবাসী শ্রীমতি পরিমনা তৈ, সত্যেন্দ্রনাথ, জগেন্দ্রনাথ, রতন চন্দ্র তৈ, চিত্তরঞ্জন প্রমূখ বক্তব্য রাখেন।


এসময় তারা বলেন, ভোটগ্রহন শেষে গণণা চলাকালে ইউপি সদস্য এবং চেয়ারম্যান প্রার্থীদের মনগড়া সম্ভাব্য ফলাফল জানিয়ে এলাকাবাসীর মাঝে বিভ্রান্তি ছড়ান দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার। ওই মুহুর্তে বিনএপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের রামপ্রসাদ ভদ্রের সাথে যোগসাজসে তাকে বেশি ভোট দেখানোর অপকৌশলের বিষয়টি এলাকাবাসী বুঝতে পারায় প্রতিবাদ করলে ফলাফল ওই কেন্দ্রে না জানিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে যান তারা। এখানে ভোটের ফলাফলে ব্যাপক কারচুপি হয়েছে। এই ফলাফল প্রত্যখ্যান করে ওই কেন্দ্রে পুনঃ ভোট গ্রহনের দাবী জানানো হয়। একই সাথে অসাধু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।


এবিষয়ে অভিযুক্ত প্রিজাইডিং অফিসার স্থানীয় চান্দাশ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মজিদ ভোটকেন্দ্রে ফলাফলে কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষে ভোট গণনা করা হয়েছে। ভোট গণণা চলাকালে কে বা কাহারা কেন্দ্রের বাহিরে থাকা নৌকা প্রার্থীর সমর্থকদের নৌকা প্রতীক কম ভোট পাওয়ার বিষয়টি জানালে কেন্দ্রটি ভাঙচুর করেন তার সমর্থকরা। তাৎক্ষণিক প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ভোটকেন্দ্র ত্যাগ করে ফলাফল জানিয়ে দিয়ে আমরা নিরাপদে চলে আসি।

মহাদেবপুর উপজেলা মৎস কর্মকর্তা ও ভিমপুর ইউনিয়নে ভোট চলাকালীন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মাকসুদুর রহমান বলেন, প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনে ওই কেন্দ্রে পুনঃ ভোট গণনার একটি আবেদন করেছেন নৌকা প্রার্থী। তবে ফলাফল ঘোষণা শেষে ব্যালট বাক্সটি সিলগালা করা হয়েছে। এখন সেটি পুনঃ গণণার কোন সুযোগ নেই। পুনঃ গণণা অথবা পুনঃ ভোট গ্রহনের জন্য প্রার্থীকে আদালতের মাধ্যমে আসতে হবে। তবে এলাকাবাসীরা নির্বাচন কর্মকর্তা বরাবর পুনঃ ভোট গ্রহনের আবেদন করতে পারেন।


উল্লেখ্য: চতুর্থ ধাপে অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রামপ্রসাদ ভদ্র ৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে হাসান আলী মন্ডল ৮ হাজার ৪৫ ভোট পেয়েছেন। রসুলপুর কেন্দ্রে নৌকা প্রতীকে হাসান আলী মন্ডল ৮৬২ ভোট, আনারস প্রতীকে রামপ্রসাদ ভদ্র ৯৪৯ ভোট, চশমা প্রতীকে আবদুল লতিফ ১৮ ভোট, হাতপাখা প্রতীকে আবদুস সালাম ৪ ভোট, ঘোড়া প্রতীকে ওসমান গণি মন্ডল ৩ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে মোট ২ হাজার ১০৩ জন ভোটার রয়েছে।