তৃতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে আহত এমরান হোসেন রানা (৩৮) মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রানা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। নিহত এমরান হোসেন রানা বিএনপির সতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সমর্থক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে মান্দা উপজেলার সতিহাট বাজারে গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও বিএনপি সমর্থীত আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের ১০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত রানাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ ২৫০শয্যা জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনার নৌকা প্রতিকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল থানায় অভিযোগ করলেও বিএনপি সমর্থীত আনারস প্রতিকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কোন অভিযোগ করেননি। রানা নামে একজনের মৃত্যুর খবর জেনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।