নওগাঁয় আদিবাসীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: সোমবার ৪ঠা অক্টোবর ২০২১ ০৮:০৭ অপরাহ্ন
নওগাঁয় আদিবাসীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় আড্রীয়াস মারান্ডী (৫০) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশ থেকে উদ্ধার করা হয়। আড্রীয়াস মারান্ডী জেলার পত্মীতলা উপজেলার মাটিন্দর মাহিলীপাড়া গ্রামের মৃত হাবিল মারান্ডীর ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা যায়, আড্রীয়াস মারান্ডী রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার স্ত্রী ভারতী মুর্মু বিভিন্ন স্থানে স্বামীর খোঁজখবর নিয়ে তাকে পাওয়া যায়নি। আজ (সোমবার) পোরশা উপজেলার ভবানীপুর খাড়ির বিএমডিএ নির্মিত ক্রস ড্যামের পাশে পানিতে ভাসমান অবস্থায় আড্রীয়াসের মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। আড্রীয়াস মারান্ডী ভবানীপুর আদিবাসী পাড়ায় গিয়ে চুয়ানী (মদ) পান করতো বলে জানা গেছে। মদ পান করে ফেরার পথে পানিতে পড়ে যেতে পারে বলে ধারণা করছে করা হচ্ছে।


পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খাঁন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তিনি চুয়ানী জাতীয় মদ পান করতো বলে জানা গেছে। এখন কি কারনে মৃত্য হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। মরদেহটি নওগাঁ সদর পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।