নওগাঁর মন্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে সেপ্টেম্বর ২০২১ ০৫:৫৫ অপরাহ্ন
নওগাঁর মন্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

নওগাঁর মান্দায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন, রাজশাহীর শাহমুখদুম থানার আব্দুস সালামের ছেলে পিকআপ চালক শামীম আহমেদ (২৪) এবং জেলার নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম (২৮)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  দুপুর ১টার দিকে রাজশাহী থেকে একটি পিকআপ (ছোট ট্রাক) মালটা নিয়ে জয়পুরহাট জেলায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মান্দা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়। এরআগে পিকআপ চালক পিকআপটি নিয়ন্ত্রনের জন্য হার্ড ব্রেক করলে উল্টে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। অপমৃত্য মামলার প্রস্তুতি চলছে।