নওগাঁর সাপাহার সীমান্তে ভারত থেকে পুশব্যাক করার পর ৮জন বাংলাদেশী নারী পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জুলাই) ভোরে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।
এর পর বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদের কাছে কোন ভিসা-পাসপোর্ট থাকার কারনে ১৬বিবিজি কোম্পানী হাপানিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জের আ: রহমান গাজীর ছেলে মো: জহুর আলী গাজী (৩৭), শ্যামনগরের শামসুর রহমান গাজীর ছেলে মো: হাসান আলী (৩২), শ্যামনগরের আবু হাসানের স্ত্রী মোসা: নুরনাহার বেগম (২৭) একই থান ও জেলার জহর আলী গাজীর মেয়ে মো: সালমা পারভীন (৩০)।
জয়পুর হাট জেলার পাঁচবিবির মো: আতিয়ার রহমানের ছেলে মো: শরিফুল ইসলাম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার মো: আলিফ খালাসীর মোয়ে মোসা: সেনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার কোতোয়ারী থানার জাহাঙ্গীর আকন্দ এর মেয়ে মোসা: সাদিয়া খন্দকার ইভা (২৪), কুড়ীগ্রাম জেলার নাগেশ্বরী থানার আবুল হোসেন এর মেয়ে মোসা: পপি আক্তার (২১)।
সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো: আজিজুল ইসলাম এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার ভোরে দিকে হাপানিয়া সীমান্তের হরিণ মাঠ নামক এলাকা হতে টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে পুশব্যাক হয়ে আসায় ৮জনকে আটক করে সকালে স্থানীয় সাপাহার থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তিনি আরো বলেন, বেশ কিছুদিন পূর্বে আটককৃত ব্যক্তিরা একত্রে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যদের হাতে আটকা পড়ে এবং ভারতীয় আইনে সেখানকার দমদম জেলখানায় জেল হাজত খাটার পর ছাড়া পেলে মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পুশব্যাক করে দেয়। এর পর তারা দেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়।
সাপাহার থানার ওসি তদন্ত আল-মাহমুদ জানান, যেহেতু পাসপোর্ট ও ভিসা ছাড়াই তারা ভারতে প্রবেশ করেছিল। যার কারনে সেখানকার বিএসএফ বাংলাদেশে তাদের পুশব্যাগ করে। ভারত সীমান্ত অতিক্রম করে আবার বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করে বিজিবি সদস্যরা।
যেহেতু তারা অবৈধ্যভাবে ভারতে প্রবেশ করে আবার দেশে আসতেছিল সীমান্ত অতিক্রম করে যার কারনে আটককৃতদের বিরুদ্ধে ১৯৫২সালের কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আকটকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।