বর্তমান সময়ে দেশের প্রতিটি শহর বন্দর, গ্রাম-গঞ্জে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হলেও নওগাঁর সাপাহার উপজেলার গ্রাম এলাকায় এখনও অনেক রাস্তা ঘাট রয়েছে অবহেলিত।
অবহেলিত এই রাস্তার সংবাদ বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নজরদারী না দেয়ায় এখনও অবহেলিত রয়ে গেছে রাস্তাটি। এর জলন্ত প্রমান সাপাহার সদর ইউনিয়নের বাসুল ডাঙ্গা গ্রামের রাস্তাটি। তাই এই জনপদের রাস্তাটি নিয়ে এখন জনদুর্ভোগ চরমে উঠেছে।
বিগতবছর গুলোতে বার বার ঠিক একই সময়ে এই রাস্তার বর্ণনা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী ও উপজেলা প্রকৌশল দফতরের পক্ষ থেকে একটু নড়ে চড়ে বসলেও কালের বিবর্তনে তা আবার হারিয়ে গেছে। সাপাহার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা,
নাওয়াডাঙ্গা, সিংগাহার, শাহাবাজপুর, মধ্যপাড়া, মলপাড়া, পানিতৈড়সহ প্রায় ৮/১০টি গ্রামের লোকজন চলাচল করে থাকে ওই রাস্তা দিয়ে। রাস্তার কারণে ওই এলাকার আমচাষীদের লভ্যাংশের একাংশ অর্থ খরচ হয়ে থাকে তাদের পরিবনে। রাস্তার অবস্থা দেখে কোন পরিবহন ওই রাস্তায় চলতে চায়না। তাই পরিহন ভাড়ার কয়েক গুন অর্থ দিয়ে ওই এলাকা থেকে আম উপজেলা সদরের বাজারে আনতে হয়।
বর্তমানে সাপাহার উপজেলা সদরের সদর ইউনিয়নের বাসুলডাঙ্গা পাকা রাস্তা হতে পিছলডাঙ্গা প্রায় ২কিলোমিটার ওই রাস্তাটি দ্রুত গতিতে পাকা করণের জন্য এলাকার জনসাধারণ স্থানীয় এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।