নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে জুন ২০২১ ০৮:১০ অপরাহ্ন
নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নওগাঁর সাপাহারে বজ্রপাতে আয়েশ আলী (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আয়েশ আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে। 





স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার  সকাল থেকে আয়েশ আলী স্থানীয় বোয়ালমারী খাড়ি এলাকায় কৃষিকাজ করছিলেন। এসময় বেলা সাড়ে ১২টার দিকে কয়েকবার জোড়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 




এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি ) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আয়েশ আলী মাঠে কৃষি কাজ করছিলেন এসময় হঠ্যাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।




 এঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।