যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজমের উদ্যোগে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ইসলামপুর ইউপি আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনউদ্দীন ঢালী, ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মোল্লা, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়,
ডামুড্যা উপজেলা যুবলীগের সভাপতি বিএম সাত্তার, ডামুড্যা উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌস ওয়াহিদ, ডামুড্যা উপজেলা যুবলীগে র সহ-সভাপতি গোলাম মাওলা রতন, সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রোকনউজ্জামান রোকন খান ,
ডামুড্যা উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মেহেদী হাসান নাহিদ, ডামুড্যা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ফারুক আলম, সাংবাদিক মোহাম্মাদ জামাল মল্লিক, ডামুড্যা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম সোহেল,
ডামুড্যা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হেলাল, ডামুড্যা পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাদল বেপারী, সাধারন সম্পাদক ও ডামুড্যা পৌরসভার ৫ নং ওর্য়াডের কাউন্সিল আবু তাহের মাদবর, শিধলকুড়া যুবলীগের সভাপতি মিলন হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম মাদবরসহ প্রমূখ।
এসময় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুজ্জামান আজম বলেন যুবলীগের ইতিহাস গৌরবময় ইতিহাস। যখনই মহান মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, যুবলীগের নেতাকর্মীরা কঠোর ষড়যন্ত্র রুখে দাঁড়িয়েছে ।করোনা সংকটে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক সংগঠন হিসেবে যুবলীগ পরিচিত লাভ করেছে ।
আসাদুজ্জামান আজম বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ভাইয়ের আহ্বানে সারাদেশে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে ।
এরই অংশ হিসেবে আজ ডামুড্যা ইসলামপুর ইউনিয়নের বৃক্ষরোপন কর্মসূচির পালন করছি । আগামী ২০৩০ সালের মধ্যে সরকার ২৫ শতাংশ ভূমি সবুজায়নে উদ্যোগ নিয়েছে, এটা বাস্তবায়নের যুবলীগের বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।